Moniruzzaman Sohel
   
Lecture-based class
vs
Practice-based class
আমরা কি ৯০% শিখব; না ২০%?
Lecture শুনে আমরা ২০% শিখি। ‘Lecture শুনে শেখা’ হলো passive learning.
কাজের মধ্যে নিজেকে যুক্ত করে, অর্থাৎ practice করে আমরা ৯০% শিখি। ‘Practice করে শেখা’ হলো active learning.
আরও জানার জন্য ‘active learning’ লিখে Google করুন।
আমাদের আছে Vocab Grammar-এর লেখক মনিরুজ্জামান সোহেলের প্রস্তুতকৃত বিশেষ practice materials, যার কারণে আমরা ১০০% active learning নিশ্চিত করতে পারি; flexible class timing দিতে পারি; এবং lecture-based class থেকে সম্পূর্ণ ভিন্ন।
নিচে lecture-based class ও আমাদের practice-based class-এর মধ্যে ১০ টি পার্থক্য দেওয়া হলঃ
1
Lecture-based class হলো passive learning; আমরা মাত্র ২০% শিখি।
আমাদের বিশেষ practice materials ১০০% active learning নিশ্চিত করে; student ৯০% শিখতে পারবে।
2
গবেষণা বলে lecture-এর মাধ্যমে student-দের মনোযোগ ১০–১৫ মিনিট ধরে রাখা সম্ভব। ফলে student-দের মনোযোগ ধরে রাখার চেষ্টা বা technique হিসাবে শিক্ষক অনেক সময় অপ্রাসঙ্গিক ও কৌতুকপূর্ণ গল্প বলেন বা পরিস্থিতি সৃষ্টি করেন যা গুরুত্বপূর্ণ সময়ের অপচয়।
Active learning পুরো সময় জুড়ে মনোযোগ ধরে রাখে; আমাদের বিশেষ practice materials-এর মূল লক্ষ্য হলো class materials-কে সহজ ও interesting করে student-কে class materials-এর মধ্যে ডুবিয়ে দেওয়া; আর সমস্যা বের করে তার সমাধান করে দেওয়া। এখানে এক মিনিট সময়ও অপচয় হওয়ার সম্ভাবনা নাই।
3
Lecture-based class-এ class materials হিসাবে সরাসরি বই পড়ান হয় এবং অনেক word-এর অর্থ না জানার কারণে student অনেক কিছু skip করে।
আমাদের বিশেষ practice materials বইয়ের চেয়ে অনেক বেশি কিছু; এগুলো পরিকল্পিত, সহজ, একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত ও অল্প সময়ে প্রচুর practice করা যায়। এগুলো self-contained, অর্থাৎ স্বয়ংসম্পূর্ণ; এর মধ্যে student সব পাবে। (Course details দেখলে ধারণা পাবেন।)
4
Lecture-based class-এ একটি নির্দিষ্ট দিন ও সময়ে একটি নির্দিষ্ট class করতে হয়; চাইলেও একদিনে একাধিক class করা যায় না, অথবা একটু বেশি সময় নিয়ে একটি class শেষ করা সম্ভব না; ক্লাসের অন্য student-দের সাথে তাল মিলিয়ে চলতে হবে ও শিখতে হবে এবং ক্লাস miss করার সম্ভাবনা থাকে।
আমাদের practice-based class-এ one-to-one class ও flexible class timing হওয়াতে যেকোনো দিন ও সময়ে class করা যাবে; চাইলে একাধিক ক্লাসও করা যাবে; student-এর চাহিদা ও সামর্থ্য অনুযায়ী class duration ঠিক করা যাবে; slow learner হলে আস্তে চলবে; fast learner হলে দ্রুত চলবে; class miss করার কোনো সম্ভাবনা নাই। (One-to-one class ও flexible class timing দেখলে বুঝতে পারবেন।)
5
Lecture-based class-এ নিজেকে যাচাই করার সুযোগ খুব কম এবং পর্যাপ্ত practice না করার কারণে test ভীতি থেকেই যায়। আলাদা করে mock বা model test দিতে হয়।
আমাদের practice-based class-এ শুরু থেকেই প্রতি class-এ standard score দেওয়া হয়; student বুঝতে পারবে তার উন্নতি হচ্ছে কি না; কোনো রকম test ভীতি থাকবে না। আলাদা করে mock বা model test দিতে হয় না।
6
Lecture-based class-এ কোনো individual feedback নাই।
আমাদের practice-based class-এ সবকিছু one-to-one এবং student-কে প্রতি class-এ individual feedback দেওয়া হয়।
7
Lecture-based class-এ homework থাকতেও পারে, নাও পারে; থাকলেও organized না।
আমাদের এখানে প্রতি class-এ সুনির্দিষ্ট homework থাকবে। (Course details দেখলে বুঝতে পারবেন।)
8
Lecture-based class-এ একটা নিদিষ্ট সময়ে batch বা course শুরু বা শেষ হয়; student-এর কোনো স্বাধীনতা নাই।
আমাদের practice-based class-এ যখন খুশি একটি course শুরু বা শেষ করা যাবে। যেকোনো course-এর admission validity এক বছর; অর্থাৎ ২০ দিন থেকে এক বছরের মধ্যে যেকোনো সময়ে শেষ করা যাবে। Student নিজে কতটুকু সময় দিচ্ছে – ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। (One-to-one class ও flexible class timing দেখলে ধারণা পাবেন।)
9
Lecture-based class-এ পর্যাপ্ত লেখার ও feedback পাওয়ার সুযোগ নাই। নিজে লেখা ও one-to-one feedback পাওয়া ছাড়া writing-এ কোনো উন্নতি হবে না।
আমাদের practice-based class-এ student-এর লেখা check করে one-to-one feedback দেওয়া হয় এবং ঐ topic-এর উপর highest score পাওয়া লেখা দেওয়া হয় যাতে student নিজের লেখা তুলনা করতে পারে ও সবচেয়ে ভালোটি থেকে শিখতে পারে।
10
যদিও প্রচুর vocabulary শেখা ছাড়া student-এর উন্নতি হবার সম্ভাবনা নাই, lecture-based class-এ vocabulary practice-এর সুযোগ একেবারেই কম।
আমাদের এখানে প্রতি class-এ vocabulary থাকছে homework হিসাবে; আর পরের class-এ test নেওয়া হচ্ছে; আমাদের যেকোনো একটি course করলে প্রায় ৪,০০০ (চার হাজার) vocabulary শেখা যাবে; আর student প্রচুর vocabulary শিখছে মানে তার ভবিষ্যৎ শিক্ষা বা কর্মজীবনকেও সহজ করছে। (Course details দেখলে বুঝতে পারবেন।)

Copyright @2012-2022 The ELS, Developed by AIT-Soft